ছেলেকে যৌন নির্যাতনের দায়ে গ্রেফতার মসজিদের ইমাম

ঢাকার মোহাম্মদপুর থেকে ১৪ বছরের এক কিশোরকে যৌন নিপীড়নের অভিযোগে এক মসজিদের ইমামকে আটক করেছে পুলিশ।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, ভিকটিমদের দায়ের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার মসজিদ থেকে ইমাম আবদুল্লাহ আল হাদী (৩২)কে আটক করা হয়।

আটক ইমামকে বুধবার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পাঠানো হয়েছে।

তিনি মোহাম্মদপুর শহীদ পার্ক কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম।

অভিযোগে বলা হয়েছে, ভুক্তভোগী মাদ্রাসার ছাত্র সোমবার তার মায়ের চিকিৎসার জন্য আর্থিক সাহায্য চাইতে ইমামের কাছে গিয়েছিলেন।

মঙ্গলবার সকালে ইমাম ছেলেটিকে আবার দেখা করতে বলেন। পরে তিনি ছেলেটিকে তার কক্ষে নিয়ে যৌন নির্যাতন করেন বলে জানান ওসি।

ওসি লতিফ বলেন, ইমাম তার অপরাধ স্বীকার করেছেন।

Suleman Miah দ্বারা

সম্পর্কিত পোস্ট

bn_BD