Police arrest mosque imam in Dhaka for sexually assaulting son

আটক আব্দুল্লাহ আল হাদি (৩২) মোহাম্মদপুর শহীদ পার্ক কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম।

মোহাম্মদপুর থানার ওসি আব্দুল লতিফ জানান, ভিকটিমদের অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার মসজিদ থেকে ইমামকে আটক করা হয়।
অভিযোগে বলা হয়েছে, শ্যামলীর একটি মাদ্রাসার ছাত্রী ভুক্তভোগী সোমবার তার মায়ের চিকিৎসার খরচ বহন করতে ইমামের কাছে গিয়েছিলেন।

“ইমাম মঙ্গলবার সকালে ছেলেটিকে আবার দেখা করতে বলেন। পরে তিনি ছেলেটিকে তার কক্ষে নিয়ে যৌন নির্যাতন করেন,” অভিযোগের বরাত দিয়ে ওসি লতিফ বলেন।

By Suleman Miah

Related Posts

en_US