Principal arrested for raping madrasa student in Sylhet

এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বুধবার মাদ্রাসার অধ্যক্ষকে বিয়ানীবাজার থানায় সোপর্দ করেছে বিজিবি সদস্যরা।

অভিযুক্ত হাফিজ আবদুর রহিম (৫৫) বৃহত্তর ফতেপুর হযরত হায়দার শাহ হাফিজিয়া মাদ্রাসার অধ্যক্ষ।

ওই কিশোরের বাবা বিজিবি সদস্যের অভিযোগের ভিত্তিতে বুধবার বিকেলে বিজিবি ৫২ ব্যাটালিয়ন তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

পরে রাত ৮টার দিকে অধ্যক্ষকে বিয়ানীবাজার থানায় সোপর্দ করা হয়।

আরও পড়ুন- মাদ্রাসায় ধর্ষণ: নীরবতা ভাঙছে

ছেলেটি সম্প্রতি মাদ্রাসায় ক্লাস করা বন্ধ করে দিয়েছে। এ বিষয়ে জানতে চাইলে তিনি তার বাবাকে অধ্যক্ষ কর্তৃক ধর্ষণের কথা জানান।

“বাবা মামলা করেছে। আমরা অভিযুক্তকে বৃহস্পতিবার আদালতে হাজির করব,” বলেন অফিসার ইনচার্জ হিল্লোল রায়।

এর আগে মঙ্গলবার রাতে পৌর বাজারে ধর্ষণের বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা বৈঠকে বসেন। এতে ক্ষুব্ধ হয়ে মাদ্রাসার কয়েকজন ছাত্র সাবেক পৌর প্রশাসক তোফাজ্জল হোসেনের কার্যালয় ভাংচুর করে।

By Suleman Miah

Related Posts

en_US