Madrasa teacher arrested for sexually assaulting son in Khulna

শনিবার ভোরে নগরীর খালিশপুরে এক ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে মাদ্রাসার এক শিক্ষককে আটক করেছে পুলিশ।

গ্রেফতারকৃত আল আমিন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বাসিন্দা ও নিউজপ্রিন্ট মিলস মাদ্রাসার শিক্ষক।

খালিশপুর থানার উপ-পরিদর্শক শাহ আলম জানান, নিহতের মা শিউলী বেগম বাদী হয়ে গত ২ আগস্ট থানায় মামলা করলে আল আমিনকে আটক করে পুলিশ। ওই শিক্ষক রাতে ছেলেকে নিউজপ্রিন্ট মিলস মাদ্রাসার বোর্ডিংয়ে ডেকে নিয়ে গালাগালি করতেন। তবে বিষয়টি ৩১ জুলাই নজরে আসে বলে জানান শিউলী বেগম।

By Suleman Miah

Related Posts

en_US