Imam who raped schoolgirl caught after five months

চাঁদপুরে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় পুলিশ একজন ইমামকে গ্রেপ্তার করেছে।

সোমবার দুপুরে অভিযুক্ত মোজাম্মেল হককে চাঁদপুর আদালতে হাজির করা হয়। তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

সূত্র নিশ্চিত করেছে যে, সদর উপজেলার দেবপুর জামে মসজিদের প্রাক্তন ইমাম মোজ্জাম্মেল ১৭ নভেম্বর মেয়েটিকে ধর্ষণের পর পাঁচ মাস ধরে পলাতক ছিলেন।

হাজীগঞ্জ থানার ওসি মো. আলমগীর হোসেন রনি বলেন, “মোজাম্মেল আট বছর বয়সী স্কুলছাত্রী এবং তার পরিবারের বিশ্বাস ভঙ্গ করেছে মেয়েটিকে ইংরেজি শেখানোর প্রতিশ্রুতি দিয়ে।

“১৭ নভেম্বর সে মেয়েটিকে একটি ফ্ল্যাটে নিয়ে যায় এবং ধর্ষণ করে। পাঁচ মাস পর মেয়েটির মা একটি বাজারে মোজাম্মেলকে শনাক্ত করে এবং স্থানীয়দের সহায়তায় তাকে পুলিশের হাতে তুলে দেয়।”

ওসি আলমগীর আরও বলেন, মোজাম্মেলের ফোনে ধর্ষণের ঘটনার অসঙ্গত ছবি পেয়েছে পুলিশ।

By Suleman Miah

Related Posts

en_US